মানিকগঞ্জের সিংগাইরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল শনিবার রাতে সিংগাইর পৌর এলাকার আজিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত গোপাল খাঁর স্ত্রী।
নিহতের ভাই ফজলুল হক জানান, কমলা বেগম শনিবার রাতে শীত নিবারণের জন্য ঘরের মধ্যে মাটির হাঁড়িতে ছাই নিয়ে আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ ওই হাঁড়ির ছাই থেকে তাঁর কাপড়ে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে তিনি মারা যান। এ সময় বাড়িতে কেউ ছিলেন না। কয়েক ঘণ্টা পর তাঁর মেয়ে এসে দগ্ধ লাশ দেখেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।