হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ব্যক্তিগত গাড়ি চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন চিকিৎসক, বাস চাপায় মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত চিকিৎসক মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন। 

মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন আজ (সোমবার) সকালে রাজধানীর ধানমন্ডি বাসভবন থেকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছিলেন।

গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জেনেছি ঢাকায় নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিষয়টি গোলড়া হাইওয়ে পুলিশ দেখছেন।’ 

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। পরে বাস–প্রাইভেটকার দুটি থানায় আনা হয়েছে।’ এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হবে বলে জানান তিনি।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ