হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় ২ ইউপি সদস্যকে অব্যাহতি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় বায়রা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম ও দেওয়ান তছলিম উদ্দিনকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতিজন কার্ডধারীদের মধ্যে ১০ কেজির পরিবর্তে সাড়ে ৩,৭ ও ৮ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ উঠেছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে বায়রা ইউনিয়নে ১ হাজার ৫৪০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকার হতদরিদ্ররা চাল নিতে ইউনিয়ন পরিষদে ভিড় করে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের কাউকে সাড়ে তিন কেজি, কাউকে ৭ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারলে সহকারী কমিশনার (ভূমি) ওই ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় চাল কম দেওয়ার সত্যতা পান ওই কর্মকর্তা। 

অভিযুক্ত ইউপি সদস্য দেওয়ান তছলিম উদ্দিন বলেন, ‘১০ কেজির বালতি সমান করে চাল দিলে ওজন ঠিক থাকে। কয়েক জনকে বালতি ভরে না দেওয়ায় কিছুটা চাল কম হয়। পরে এসিল্যান্ড ও ট্যাগ অফিসার বিষয়টি সমাধান করেছেন।’ 

মোবাইলে যোগাযোগ করা হলে বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও খাদ্য কর্মকর্তারা পরিষদ পরিদর্শন করেছেন। আমি মোবাইল আর কিছু বলতে চাই না। আপনি আমার অফিসে এসে দেখা করেন।’ 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভিজিএফের চাল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। দুই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ওই ইউপি সদস্যদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’ 

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ