হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে তিনজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন। 

অভিযান সূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে গুড় তৈরি করার দায়ে হরিরামপুরের ঠাকুরপাড়া গ্রামের সেন্টু মিয়াকে ৮ হাজার টাকা, হাঁপানিয়া গ্রামের রমজান মিয়াকে ৪ হাজার টাকা এবং মজনু মিয়াকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে তারা গুড় তৈরি করছেন। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ গুড় তৈরি করেছেন তাঁরা। 

সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় মানিকগঞ্জের হরিরামপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করি। ভেজাল গুড় তৈরির দায়ে উপজেলার তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তাঁরা ভেজাল গুড় তৈরি করছিলেন।’ 

এ ছাড়া এই অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা ছিলেন। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে