হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিএনপি হত্যা–ষড়যন্ত্রের রাজনীতি করে: আরেফিন সিদ্দিক

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘বিএনপি দেশের মানুষের কখনো ভালো চায় না। বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে। তারা অবরোধের নামে গাড়ি ভাঙচুর আর মানুষ পুড়িয়ে মারে।’

আজ মঙ্গলবার ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, ‘বিএনপি পুনরায় ধ্বংসাত্মক রাজনীতি চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’ বঙ্গবন্ধুর কন্যাকে পুনরায় ক্ষমতায় বসাতে দ্বাদশ নির্বাচনে সবাইকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ব ম ফারুক, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার, শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল ইসলাম রাজা, খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের অধ্যক্ষ মো. আবদুর রউফ, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক বদর উদ্দিন আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শচীন্দ্রনাথ মিত্র প্রমুখ।

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা