হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আম

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে বৃষ্টির অভাবে ঝরে পড়ছে আমের গুটি। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে না থাকায় আমগাছে আসে কম মুকুল। আবার বৃষ্টির অভাবে ঝরে যাচ্ছে মাঝারি আকৃতির আমের গুটি।

উপজেলার ঘিওর সদর, বানিয়াজুরী, বালিয়াখোড়া, সিংজুরী, নালী, বড়টিয়া, পয়লা ইউনিয়নের প্রায় প্রতি বাড়িতেই রয়েছে আমগাছ। এ ছাড়া রাস্তার পাশেও রয়েছে বিভিন্ন উন্নত জাতের আমগাছ। বর্তমানে এসব এলাকার আমগাছের নিচে দেখা যায় ঝরে পড়ে রয়েছে অসংখ্য ছোট ছোট আমের গুটি।

উপজেলার রাথুরা গ্রামের আবুল হোসেন বলেন, ‘সর্বশেষ দিন পনেরো আগে হালকা বৃষ্টি হয়েছে। তারপর আর বৃষ্টির দেখা নেই। দিনদিন তাপমাত্রা বাড়ছে। আমার বাড়ির সাতটি গাছের তিন ভাগের এক ভাগ আম ঝরে পড়েছে। বৃষ্টি না হওয়ায় আম নিয়ে বেকায়দায় রয়েছি।’

এ বিষয়ে বাণিজ্যভিত্তিক আমবাগানের মালিক বানিয়াজুরী (দুর্গাবাড়ি) গ্রামের পলাশ সরকার বলেন, ‘আমগাছে সেচ ও কীটনাশকের মিশ্রণ স্প্রে করেও গুটি টেকানো যাচ্ছে না। এ সময় বৃষ্টি না হওয়ায় আম নিয়ে চিন্তায় রয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন জানান, তাপমাত্রা বাড়ার কারণে বর্তমানে আমগাছে যে গুটি ঝরছে, সেটা স্বাভাবিক। গাছের মালিক, চাষি ও ব্যবসায়ীদের চিন্তার কোনো কারণ নেই। এ ক্ষেত্রে বেশি গুটি ঝরলে গাছে পানি দিতে হবে। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু