সরকারি অফিসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপন।
আজ মঙ্গলবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, সরকারের উন্নয়নমূলক কাজ করুন। জনগণের সঙ্গে ভালো ব্যবহার করুন। সাটুরিয়া উপজেলা পরিষদের সভায় নবনির্বাচিত চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তা রহমান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি আক্তার, সাটুরিয়া থানার ওসি মাহবুব আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি আক্তারসহ অনেকে।