হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক মো. আসিবুল (২২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে বরংগাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলার তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত মো. আসিবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তেরশ্রী এলাকায় ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষের পর ট্রলির চালক ও মোটরসাইকেলচালককে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়। 

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, তেরশ্রী নামক স্থানে সকাল ৮টার দিকে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ট্রলি জব্দ করে ঘিওর থানা-পুলিশের হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা