হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে আজকের পত্রিকার ২য় বর্ষপূর্তি উদ্‌যাপন

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বহুল প্রচারিত দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপরে শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয় ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

আজকের পত্রিকার হরিরামপুর উপজেলা প্রতিনিধি মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ প্রতিনিধি মো. মঞ্জুর রহমান স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, বাংলাদেশ সাংবাদিক সমিতি, মানিকগঞ্জ জেলা শাখা সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান বক্তব্য রাখেন।

এ সময় কালের কণ্ঠের রিপোর্টার সাব্বিরুল ইসলাম সাবু, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক নয়া দিগন্তের শাহানুর ইসলাম, একাত্তর টেলিভিশনের মনিরুল ইসলাম মিহির, এনটিভির আহম্মদ সাব্বির সোহেল, প্রথম আলোর আব্দুল মোমিন, ডিবিসির আশরাফুল আলম লিটন, বাংলা ভিশনের আকরাম হোসেন, এটিএন বাংলার শহিদুল ইসলাম সুজন, অগ্নিবিন্দু সম্পাদক আকমল হোসেন, সংবাদের রামপ্রসাদ সরকার দিপু, বাংলা নিউজের সাজিদুর রহমান রাসেল, মোহনা টেলিভিশনের সালাউদ্দিন রিপন, ইনকিলাবের শাহিনুল ইসলাম তারেক, দীপ্ত টিভির জাহিদুল হক চন্দন, কালবেলার সেলিম মিয়া, দেশ বর্তমানের আরেফিন আপেল, আজকের পত্রিকার ঘিওর প্রতিনিধি আব্দুর রাজ্জাক, শিবালয় প্রতিনিধি শহিদুল ইসলাম, সিংগাইর প্রতিনিধি সুজন মোল্লা, সাটুরিয়া প্রতিনিধি লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুল প্রচারিত দৈনিক আজকের পত্রিকা ইতিমধ্যে গণ মানুষের মন জয় করে নিয়েছে। অফিস আদালত, হাট বাজারে অন্য সব পত্রিকার পাশাপাশি এখন আজকের পত্রিকা দেখা যায়। সারা দেশের মত মানিকগঞ্জে আজকের ব্যাপক চাহিদা দেখা গেছে। আজকের পত্রিকা শুরু থেকে বস্তুনিষ্ঠ বজায় রেখে চলেছেন। অন্য অনেক পত্রিকার চেয়ে আজকের পত্রিকার মান অনেকটা ভাল। সামনে এই পত্রিকা আরও চলবে এমনটা প্রত্যাশা কর্তৃপক্ষের কাছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে