হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া শিক্ষা কর্মকর্তার শাস্তি বান্দরবানে বদলি

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মোহাম্মদ মনিরুজ্জামান খান। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান খানকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে। তাঁকে পার্বত্য জেলা বান্দরবানে পাঠানো হয়েছে।

বিষয়টি আজ শুক্রবার নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আব্দুল্লাহ বিন শফিক। ১৫ জুলাই ভুক্তভোগী ছাত্রীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ভুক্তভোগীর মা জানান, তাঁর মেয়ের মোবাইল ফোন নম্বরে ও মেসেঞ্জারে কুরুচিপূর্ণ বার্তা ও কুপ্রস্তাব পাঠিয়েছিলেন অভিযুক্ত কর্মকর্তা। এতে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘অভিযোগটি আমরা প্রাথমিক তদন্তে সত্য বলে প্রমাণ পাই। তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। এরপর ২৩ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক খালিদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে (অভিযুক্ত) পার্বত্য জেলা বান্দরবানে শাস্তিমূলকভাবে বদলি করা হয়।’

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে