হোম > সারা দেশ > মানিকগঞ্জ

বিকল্প রাস্তায় কর্মস্থলে ফিরছেন মানুষ

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

লকডাউন বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া নামক স্থানে পুলিশের চেকপোস্ট থাকায় বিকল্প রাস্তায় কর্মস্থলে ফিরছেন মানুষ। আগামীকাল গার্মেন্টস খোলার ঘোষণা দিয়েছেন সরকার। তাই আজকের মধ্যে কর্মস্থলে যোগ দিতে না পারলে তাঁদের চাকরি হারাবেন এমন অভিযোগ করেছেন লকডাউন উপেক্ষা করে কর্মস্থলে যাওয়া গার্মেন্টস কর্মীরা।

আজ শনিবার সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে ট্রাকসহ বিভিন্ন যানবাহনে ঢাকামুখী মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় তাঁরা বিকল্প উপায়ে ফিরছেন তাঁদের স্ব-স্ব কর্মস্থলে। সেখানে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককে। তা ছাড়া কোন সামাজিক দূরত্ব ছিল না। এতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকির হার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সাটুরিয়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, লকডাউন বাস্তবায়নের জন্য ঢাকা আরিচা মহাসড়কের বারবারিয়া নামক স্থানে পুলিশের তল্লাশি বসানো হয়েছে। পুলিশের তল্লাশি ফাঁকি দেওয়ার জন্যই তারা ট্রাক যোগে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া নামক স্থান দিয়ে সাটুরিয়া বাস স্ট্যান্ড হয়ে ঢাকার বিভিন্ন গার্মেন্টসে যাওয়ার চেষ্টা করছেন।

রেখা নামের এক গার্মেন্টস কর্মী দৈনিক আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল থেকে গার্মেন্টস খোলার সিদ্ধান্ত নিয়েছেন সরকার কিন্তু আমরা কর্মস্থলে কীভাবে যাব? এই চিন্তাও সরকারের করা উচিত ছিল। চাকরি বাঁচাতে লকডাউন অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে পেটের তাগিদে ট্রাক যোগেই কর্মস্থলে ফিরতে হচ্ছে আমাদের।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, সাটুরিয়া থানা-পুলিশ নিয়মিত ডিউটির পাশাপাশি লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশ মোতাবেক মাঠে কাজ করছেন।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে