হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আটক

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় সুপ্তি বেগম সুরাইয়া (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী সোহেল রানা ও শাশুড়ি জেলেকা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হাটখোলা গ্রাম থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে মরদেহটি উদ্ধার করা হয়।

গৃহবধূর স্বামীর পরিবারের সদস্যদের দাবি, সুপ্তি বেগম আত্মহত্যা করেছেন। অন্যদিকে সুপ্তির পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে সিঙ্গাইর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

থানা–পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুই বছর আগে জয়মন্টপ ইউনিয়নের হাটখোলা গ্রামের সোহেল রানার সঙ্গে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর গ্রামের সুপ্তি বেগম সুরাইয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকত।

সুপ্তি বেগম সুরাইয়ার চাচা আবুল হোসেন বলেন, স্বামীর উপস্থিতিতে একই ঘরে স্ত্রী কীভাবে আত্মহত্যা করে? সুপ্তিকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। 

সুপ্তির স্বামীর পরিবারের সদস্যরা বলেন, গতকাল শুক্রবার রাতে বুকে ব্যথা হলে সুপ্তিকে পল্লি চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়। রাত দুইটার দিকে সোহেল দেখতে পান, সুপ্তি ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে