হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পদ্মায় ফেরিডুবি: ৪০ ফুট গভীরে রজনীগন্ধা, জমে যাচ্ছে পলি

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে ৯টি ট্রাক নিয়ে ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা চতুর্থ দিনেও উদ্ধার হয়নি। বিআইডব্লিউটিএর উদ্ধার জাহাজ হামজা ও রুস্তমের পর গতকাল শনিবার সকালে উদ্ধারকাজে অংশ নেয় জাহাজ প্রত্যয়। তবে রজনীগন্ধাকে তোলা সম্ভব হয়নি।

প্রত্যয়কে সহায়তার জন্য আজ যেকোনো সময় দুর্ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে সার্ভে জাহাজ ঝিনাই-১। এটি নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে।

শনিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক জানান, চতুর্থ দিনের মতো উদ্ধারকাজ শেষ। রোববার সুবিধাজনক সময়ে কার্যক্রম শুরু করা হবে।

এদিকে এখনো সন্ধান মেলেনি ফেরির ইঞ্জিনচালক হুমায়ুন কবিরের। এ ছাড়া ফেরিতে থাকা ৯টি ট্রাকের মধ্যে কেবল তিনটি উদ্ধার করা হয়েছে। 

উদ্ধারকাজে অংশ নেওয়া প্রত্যয়ের ডুবুরি আক্কাস সরদার জানান, ৪০ থেকে ৪৫ ফুট গভীরে রয়েছে ফেরি রজনীগন্ধা। ফেরিটিতে ক্রমেই পলি জমে যাচ্ছে। শনিবার পর্যন্ত ফেরিটিকে দুটি ওয়ার-রফের (স্টিলের মোটা তার) মাধ্যমে আটকানো সম্ভব হয়েছে। আরও দুটি ওয়ার-রফ পরাতে হবে। তারপর ২৬০ টন ধারণক্ষমতার উদ্ধার জাহাজ প্রত্যয়ের মাধ্যমে তা ভাসানোর চেষ্টা করা হবে। এতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।

আরেক ডুবুরি মাসুম মিয়া জানান, ডুবন্ত ফেরির কিছুটা দূরে একটি ট্রাকের সন্ধান মিলেছে। সেটির এক-তৃতীয়াংশ পলিতে ঢাকা পড়েছে। ঘন কুয়াশা, তীব্র শীত ও স্রোতের কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। উল্লেখ, গত বুধবার সকালে ফেরিডুবির ঘটনা ঘটে।

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা

মানিকগঞ্জে ‘তৌহিদি জনতা’র ব্যানারে বাউল আবুল সরকারের ভক্তদের ওপর হামলা, আহত ৩