হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে ভিমরুলের হুলে শিশুর মৃত্যু, আহত আরও ৩ 

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে ভিমরুলের হুলে সামিরা আক্তর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন শিশু। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু সামিরার মৃত্যু হয়। 

সামিরা আক্তার উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের সোহেল রানার মেয়ে। গুরুতর আহতরা হলো—সামিরার ভাই সাজিদুল ইসলাম (৮), চাচাতো ভাই সজল হোসেন (১৩) ও চাচাতো বোন রোজা মনি (২)। 

স্থানীয়রা জানান, গত রোববার দুপুরে সামিরাসহ সাজিদুল, সজল ও রোজা ভ্যানে বাড়ির পাশে ঘুরতে যায়। এ সময় ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপের মধ্যে ভিমরুলের চাকে পড়ে। ভিমরুল হুল ফোটালে তারা আহত হয়। প্রথমে তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামিরাকে মৃত ঘোষণা করে। 

সামিরার চাচা ও বয়ড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজ মিয়া আজকের পত্রিকাকে বলেন, আমার ভাতিজি সামিরা, ভাতিজা সাজিদুলসহ আমার ছেলে সজল ও মেয়ে রোজা ভিমরুলের হুলে আহত হয়। আজ সকালে সামিরাকে গ্রামে দাফন করা হয়েছে। 

বয়ড়া ইউপি চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ বলেন, আমার ইউনিয়নের ওয়ার্ড সদস্য মিরাজ মিয়ার ভাতিজি ভিমরুলের হুলে মারা গেছে। মেম্বারের ছেলে ও মেয়ে, ভাতিজাও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি