হোম > সারা দেশ > মানিকগঞ্জ

কলেজছাত্রের আত্মহত্যা, অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরের উভাজানী গ্রামের সেন্টু মিয়া (২১) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক আত্মহত্যা করেছেন এবং এ ঘটনার প্ররোচনাকারী স্থানীয় ইউপি সদস্য রাজিব মিয়া। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। 

গতকাল রোববার ভোরে উপজেলার নালী ইউনিয়নের উভাজানী গ্রামে ইউপি সদস্য রাজিব মিয়ার পরিত্যক্ত ভিটার আম গাছে সেন্টুর ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তিনি ওই গ্রামের আনিস মিয়ার ছেলে। তিনি সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র। সম্প্রতি তিনি একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট পয়েন্টে কর্মরত ছিলেন। 

নিহতের ছোট বোন বিথী আক্তার বলেন, ‘আমার ভাইয়ের মৃত্যুর জন্য রাজিব মেম্বার দায়ী। কয়েক দিন আগে আমার ভাই রাতে বাড়িতে ফিরলে তার চোখ লাল দেখতে পাই। তাকে দেখে হতাশ মনে হচ্ছিল। তখন আমি তাঁকে বললাম কী হয়েছে তোর? সে আমাকে বলল—আমাকে রাজীব মেম্বার বেশি দিন বাঁচতে দিবে না। সে আমাকে একটা ঝামেলায় ফালাইছে, আমি এ ঝামেলার কথা কাউকে বলতে পারব না। আমি মরলে মনে করবি রাজিব মেম্বার দায়ী।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক জনপ্রতিনিধি বলেন, ‘রাজিব মেম্বার উঠতি বয়সী ছেলেসহ এলাকার মানুষজনকে নানা সময়ে নারীঘটিত কেলেঙ্কারি দিয়ে অর্থ হাতিয়ে নিতেন। রাজিব মিয়া ইউনিয়ন যুবদলের সহ সভাপতি, তাঁর নামে একাধিক মামলা রয়েছে। রাজিব মেম্বারের চাপে ও প্ররোচনায় এই কলেজছাত্র আত্মহত্যা করতে পারে।’ 

কলেজছাত্রের মা বলেন, ‘আমার ছেলেরে রাজিব মেম্বার এক বছর আগে এলাকার কিছু ছেলে দিয়ে মাইর দিছিল। সে আমার ছেলের পেছনে লাইগা আছে অনেক দিন ধরে। আমার ছেলের চাকরি দিবে বলে ৫০ হাজার টাকা চেয়েছিল। তা দিতে পারেনি বলে আমার ছেলেরে কোনো জায়গায় চাকরি করতে দিত না। সব জায়গায় ঝামেলা করত। এলাকার অনেক পরিবারকে ওই রাজিব মেম্বার শেষ করে দিছে। আমি এই মেম্বারের শাস্তি চাই।’ 

এ অভিযোগের বিষয়ে নালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য রাজিব মিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটা মিথ্যা কথা। কী কারণে আত্মহত্যা করেছে তা আমার জানা নেই। ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল।’ 

এ বিষয়ে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখব।’ 

ওসি আরও বলেন, ‘নিহতের পরিবারের অভিযোগের বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পাইনি। এ ঘটনা তদন্ত চলছে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটন সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু