হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঘিওরে নিখোঁজের ৩ দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের তিন দিন পর ইয়াজুল ইসলাম (৩৬) নামের এক যুবকের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আশাপুর এলাকায় কালিগঙ্গা নদীতে এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান। 

নিহত ইয়াজুল উপজেলার সিংজুরী ইউনিয়নের পূর্ব আশাপুর গ্রামের ছানো মিয়ার ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী। সম্প্রতি ছুটিতে দেশে আসেন। তাঁর স্ত্রীসহ চার বছরের এক ছেলেসন্তান রয়েছে। 

ইয়াজুলের পরিবারের সদস্যরা জানান, ২০ আগস্ট রাত ৯টার দিকে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি ইয়াজুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ সকালে ঘিওর থানায় সাধারণ ডায়েরি করা হয়। 

নিহতের পরিবারের লোকজনের দাবি, ইয়াজুলকে ডেকে নিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন তাঁরা। 

নিহতের চাচাতো ভাই সাইফুল বলেন, ‘ইয়াজুল সৌদি আরব থেকে দেশে এসে কৃষি কাজ করতেন। তাঁর সঙ্গে কারও ঝগড়া-বিবাদ ছিল না। তাঁর এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। এ ঘটনার সঠিক বিচার চাই।’ 

ওসি আমিনুর রহমান বলেন, ‘ঘিওর উপজেলার আশাপুর এলাকায় কালিগঙ্গা নদীর মাঝখানে ভাসমান অবস্থায় ইয়াজুলের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে