হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিক্ষাব্যবস্থাকে নষ্ট করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে: শিক্ষামন্ত্রী

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আমাদের নতুন পাঠ্যবইয়ে ইসলাম ধর্মবিরোধী কোনো কিছু নেই। এ নিয়ে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে একটা অপশক্তি। তারা মিথ্যাচার করে শুধু আমাদের দেশের শিক্ষাব্যবস্থাকে নষ্ট করতে চায় না, দেশের স্থিতিশীল পরিবেশটাকেও নষ্ট করতে চায়। এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।’ 

আজ শনিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের (কে এন স্কুল) শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের উদ্বোধনকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। 

শতবর্ষ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

বেলা সাড়ে তিনটায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রাচীন এই বিদ্যাপীঠের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানের সাফল্য কামনা করে ৩০ মিনিট বক্তব্য দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমাদের দেশের শিক্ষাব্যবস্থা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে।’ 

অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, আইন কমিশনের সচিব আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপসম্পাদক রফিকুল ইসলাম মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউল প্রধান প্রমুখ। 

পরে বিভিন্ন শিল্পীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা