হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে এক নারীকে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রোকেয়া বেগম (৪০) নামে এক নারীকে একই সময়ে করোনার দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই নারীকে দুই ডোজ টিকা দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী। পরে রাতে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি উপজেলার মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী। 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা ওয়ার্ড থেকে রোকেয়া বেগম আজকের পত্রিকাকে বলেন, `সকালে আমি ইউনিয়ন পরিষদে সুই (টিকা) নেওয়ার জন্য যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন বাম হাতে সুই (টিকা) দেয়। কিছুক্ষণ পরে সে আবারও আরেকটা সুই (টিকা) দেয়। এখন সবাই বলছে ২ ডোজ সুই (টিকা) নেওয়ার জন্য সমস্যা হবে। এ জন্য হাসপাতালে এসে ভর্তি হইছি। আমার কোনো সমস্যা নাই। ভয়ে ভর্তি হইছি।' 

কাঞ্চনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী গাজী আল মামুন বলেন, `আমরা শতভাগ টিকাদান করেছি। এখানে কোনো সমস্যা হয়নি। বিকেলে ২ ডোজ টিকা দেওয়ার বিষয়টির অভিযোগ পেয়ে ওই মহিলার বাড়িতে গিয়েছি। টিকা নেওয়ার পর কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন। আমাদের নির্ধারিত টিকা, দুই ডোজ দেওয়ার সুযোগ নেই। তাঁকে দুই ডোজ দেওয়া হয়েছে কি'না সে নিজেও বলতে পারেনি। এটা সম্পূর্ণ গুজব।' 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত ডা. হাফিজুর রহমান বলেন, `মহিলার কোনো সমস্যা নেই। তিনি পুরোপুরি সুস্থ। টিকা পরবর্তী ফলোআপ করতে তাঁকে অবজারভেশনে রাখা হয়েছে। দুই ডোজ দেওয়ার বিষয়ে ওই মহিলাই নিজেও সন্ধিহান রয়েছে।' 

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইসরাত জাহান জানান, ডাবল ডোজ দিলে যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল তা তার মধ্যে নেই। ওই নারী পুরোপুরি সুস্থ। তিনি নিজেও বলেনি দুই ডোজ দেওয়া হয়েছে। দুই ডোজ দেওয়ার কোনো উপসর্গ বা প্রমাণও পাওয়া যায়নি বলে জানান তিনি। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে