হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় রাইজিং নীট মিলে ডাকাতি

প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের রাইজিং মিলে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে মিলের ৪৩ লাখ টাকার মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে। রাইজিং নীট টেক্সটাইল লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোশারফ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ১০ থেকে ১২ জনের সংবদ্ধ একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীদের বেঁধে গেটের তালা খুলে তাঁদের সঙ্গে আনা কাভার্ডভ্যান মিলের ভেতরে প্রবেশ করায়। পরে ডাকাতদল মিলের ৩ নম্বর গোডাউনের তালা ভেঙ্গে ৩ হাজার ৯ শত ৯৯ কেজি লেকরা ইয়ার্ন ও ১৩৭ কেজি ফিলামেন্ট পলেস্টার ইয়াং লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ১৯ হাজার টাকা।

মিলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. মোশারফ হোসেন বলেন, ঘটনার পরপরই বিষয়টি সাটুরিয়া থানায় জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ, থানার পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, পুলিশ সুপার মানিকগঞ্জ, সিআইডি মানিকগঞ্জ প্রতিনিধি দল ও সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. হাবিবুর রহমান হাবিব জানান, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে। এঘটনায় থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে