হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, চালকসহ নিহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আজ সোমবার সকালে মানিকগঞ্জ-সিঙ্গাইর ও হেমায়েতপুর আঞ্চলিক সড়কে মানিকগঞ্জ সদরের বেতিলা মিতরা ইউনিয়নের আউটপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক শাহীন মোল্লা (৪২)। তিনি মানিকগঞ্জ সদরের বরুন্ডী গ্রামের ইমান মোল্লার ছেলে। অন্য দুজন হলেন জসিম তালুকদার (৪৫) ও তাঁর নাতিন ইয়াসিন (৫)। নিহত ও আহত সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনার পর একজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের ২৫০ শয্যা মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে