হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসচালক নিহত, আহত ১০

মানিকগঞ্জ প্রতিনিধি

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার গুডলাক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মিতু মিয়া (৩০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা গ্রামের মো. চানু মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মান্নান মিয়ার ছেলে আব্দুল আহাদ (৫০), মানিকগঞ্জ পৌর এলাকার মনিরুল ইসলাম (১৬), কুষ্টিয়ার রিফাত আলীর স্ত্রী আলেয়া বেগম (৫৫), একই জেলার কুমারখালী উপজেলার দীপন আলমের মেয়ে মরিয়ম (৫), একই উপজেলার হৃদয়ের স্ত্রী আরিফা (২১), নুরুলদীনের ছেলে হাবিবুর রহমান (৬০), হাবিবুর রহমানের স্ত্রী জাকিয়া (৫০) ওমর বাদশার ছেলে নূর আলম (৩৮), নূর আলমের স্ত্রী আরজু বেগম (৩২) এবং অজ্ঞাতপরিচয় এক যুবক (২৪)।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে কুষ্টিয়াগামী রাজধানী পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক মিতু মিয়া নিহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে