হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত জেলা কমিটি বাতিলের দাবিতে একাংশের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

আন্দোলনকারীরা আজ সোমবার বেলা ১টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে মানোরা এলাকায় উপস্থিত হয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধের আগে নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব আশরাফুল ইসলাম রাজু বলেন, ‘কমিটিতে যাদের রাখা হয়েছে, তাদের বেশির ভাগ মূলধারার আন্দোলন-সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল না। তাদের মূল্যায়ন করা হয়েছে। আর ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে। এই পকেট কমিটি আমরা মানি না। টাকা খেয়ে কমিটি করা হয়েছে। ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে চলে তারা কমিটিতে ভাইটাল (গুরুত্বপূর্ণ) স্থান পেয়েছে। ফলে বাদ পড়েছে অনেক ত্যাগী। আন্দোলন-সংগ্রামে যারা গায়ের তাজা রক্ত ঝরিয়েছে, তাদের আড়াল করে কমিটিতে আমরা থাকতে চাই না।’

এ সময় ৪২১ সদস্যের নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব নাসিম খান, সংগঠক কাওছার আহমেদ, সদস্য শাকিল হোসেন, কায়সার আহমেদ, রনি আহমেদ ও আকরাম হোসেন উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, কমিটির প্রায় ২৫০ জন পদত্যাগ করে তাঁদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন।

আন্দোলনকারীরা কেন্দ্রীয় সমন্বয়ক রুদ্র, জেলা কমিটির আহ্বায়ক ওমর ফারুক ও সদস্যসচিব নাহিদ মনিরকে মানিকগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু