হোম > সারা দেশ > মানিকগঞ্জ

পরিবার বিয়ের প্রস্তাব না মানায় তরুণ-তরুণীর বিষপান, চিকিৎসাধীন তরুণের মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পরিবারের লোকজন তরুণ-তরুণীর সম্পর্ক ও বিয়ের সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তাঁরা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনার চার দিন পর আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তরুণ মো. নজরুল (২৪)। এদিকে হাসপাতালে এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তরুণী সৌরভী সরকার। 

গত বুধবার উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের বানিয়াড়া গ্রামে ওই তরুণ-তরুণীর বিষপানের ঘটনা ঘটান। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. নজরুলের সঙ্গে একই এলাকার সনাতন ধর্মাবলম্বী সাগর সরকারের মেয়ে সৌরভী সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাঁরা বিয়ে করতে সম্মত হলে তাদের এ সম্পর্ক দুই পরিবারই মেনে নেয়নি। পরে তারা গত বুধবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে দুই পরিবারের স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রোববার চিকিৎসাধীন অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণ মারা যান। এদিকে সৌরভী সরকার নামে প্রেমিকা তরুণী সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে