হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে এক বিধবাকে ধর্ষণের অভিযোগে মো. মোজাম্মেল হোসেন (৩৬) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোজাম্মেল উপজেলার আটিগ্রাম ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই বিধবার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান তিনি। ওই বিধবা নারী মোজাম্মেলকে বিয়ের কথা বললে টালবাহানা করতে শুরু করেন তিনি।

গতকাল বুধবার রাতে মোজাম্মেল আবারও ওই বিধবার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশী ও আশপাশের লোকজন ইউপি সদস্যকে আটক করে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। এরপর সদর থানা-পুলিশ গিয়ে মোজাম্মেল হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী নারী বাদী হয়ে আজ বৃহস্পতিবার সকালে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেছেন। গত রাতে আটক ইউপি সদস্যকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু