হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সেই ইটভাটা বন্ধ, লাখ টাকা জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলী জমিতে দীর্ঘদিন ধরে চালু থাকা মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। ছবি : আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটী ইউনিয়নের হরগজ মৌজায় তিন ফসলি জমিতে দীর্ঘদিন ধরে চালু থাকা মেসার্স যমুনা ব্রিকস ফিল্ড নামের ইটখোলাটি বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ইটখোলাটি বন্ধের পাশাপাশি মালিককে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সেই সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইটখোলার বৈদ্যুতিক সংযোগ।

’ইটভাটার ধোঁয়ায় নষ্ট শত বিঘার ধানখেত’ শিরোনামে আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের সিদ্ধান্ত, ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণবাবদ সাড়ে ৮ লাখ টাকা আজ বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করতে হবে।

উল্লেখ্য, মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডের নির্গত গরম বাতাস ও কালো ধোঁয়ায় ৭৫ কৃষকের প্রায় ১০০ বিঘা জমির ধান নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত, ভুক্তভোগী কৃষকদের ক্ষতিপূরণবাবদ সাড়ে আট লাখ টাকা আজ বুধবার দুপুরের মধ্যে মালিকপক্ষকে পরিশোধ করতে হবে। ছবি: আজকের পত্রিকা

এ ব্যাপারে ভুক্তভোগী কৃষকেরা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ক্ষতিপূরণ ও তিন ফসলি জমিতে স্থাপিত ওই ব্রিকস ফিল্ড বন্ধের জন্য একটি অভিযোগপত্র জমা দেন। অভিযোগের ভিত্তিতে গত সোমবার দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে এক কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।

তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েই ইউএনও মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ