মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাড়াদিয়া বাসস্ট্যান্ডে একটি হোটেলের খাবার খেয়ে অসুস্থ্য হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১৫ ব্যক্তি।
জানা গেছে, উপজেলার বাড়াদিয়া বাসস্ট্যান্ডের একটি হোটেলে রুটি, ডাল ও সবজি খেয়ে পেটের পীড়ায় আক্রান্ত হন অনেক ব্যক্তি। অবস্থা খারাপ হওয়ায় অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হন।
আক্রান্তদের মধ্যে উপজেলার শ্রীবাড়ী গ্রামের ওষুধ ব্যবসায়ী শফিকুল ইসলাম রাজা (৪২) জানান, গত দুই দিনে বাড়াদিয়া বাসস্ট্যান্ডে কিতাব আলীর হোটেল থেকে ডাল-রুটি খাওয়ার পর অনেকেই পেটে ব্যথা অনুভব করেন। তাঁদের মধ্যে অনেকের বমি ও ডায়রিয়া দেখা দিলে চিকিৎসার জন্য শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হন।
অসুস্থদের মধ্যে হাকিম (৩৭), ফরিদ মিয়া (২৮), জাহিদুল ইসলাম (৩২) ও রাজু হোসেনের (২৫) অবস্থা গুরুতর। এ ঘটনায় হোটেল মালিক কিতাব আলী গা ঢাকা দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ডা. শাম্মী আক্তার জানান, আক্রান্তদের ডায়রিয়া, জ্বর ও বমির লক্ষণ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে বারী আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ঢাকায় প্রশিক্ষণে থাকলেও হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা রোগীদের সেবা দিচ্ছেন।'