হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরের গালা ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়। 

হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে। 

আরও পড়ুন: 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু