হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভোটের মাপে উন্নয়নের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়নে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে তাঁর নির্বাচনী এলাকার মানুষদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যে এলাকায় ভোটের পরিমাণ বেশি হবে, সেখানে উন্নয়ন বেশি করবেন তিনি। 

আজ বৃহস্পতিবার সকালে হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করা হয়। এতে সাটুরিয়ার বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রহুল আমিন সভাপতিত্ব করেন। একই দিনে স্বাস্থ্যমন্ত্রী ভাঙ্গাবাড়ি ও বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চবিদ্যালয়ের মাঠে আরও দুটি নির্বাচনী পথসভায় অংশ নেন। 

বালিয়াটি ইউনিয়নে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সাটুরিয়ায় আরও উন্নয়ন দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। যে এলাকায় বেশি ভোট দেবে, সেই এলাকা বেশি উন্নয়ন করা হবে। মানিকগঞ্জ সাটুরিয়াবাসীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দিয়েছি। চিকিৎসার জন্য আর ঢাকায় যেতে হবে না। মানিকগঞ্জেই সেই উন্নত চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি।’ 

জাহিদ মালেক বলেন, ‘বিএনপি জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ধ্বংসের রাজনীতি করে। তারা দেশের ভালো চাই না। কয়েক দিন পরই শুরু হবে বই উৎসব। আওয়ামী লীগ সরকার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই তুলে দেবে। বিএনপি জামায়াত সেই বইয়ের গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ট্রেনের লাইন কেটে ও পেট্রল ঢেলে মানুষ হত্যা করছে বিএনপি–জামায়াত জোট। ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে তারা। জনগণের সম্পদ পুড়িয়ে নষ্ট করছে। 

পথ সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বালিয়াটি ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী, বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, ছাত্রী লীগের সভাপতি শামীম হোসেন ও যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ