হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শনিবার ভোর থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিগুলোও চলাচল করছে বেশ সতর্কতার সঙ্গে। আজ রোববার সন্ধ্যা ৭টা থেকে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট, ইঞ্জিনচালিত নৌকাসহ সব ধরনের নৌযান।

এদিকে আজ সকাল থেকেই ঢাকা-আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা দেখা গেছে। মাঝেমধ্যে দু–একটি যান চলাচল করলেও যাত্রী ছিল অনেক কম। বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

এর আগে ১৪ সেপ্টেম্বর শনিবার ভোর সোয়া ৪টা থেকে আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে ওই দিন সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। 

লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটের পন্টুনে বসে লঞ্চচালক, সারেং ও স্টাফরা অলস সময় পার করছেন। এ ছাড়া যাত্রীর অভাবে পন্টুনে বাঁধা পাঁচটি লঞ্চ অপেক্ষা করতে দেখা গেছে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বেঁধে রাখা হয়েছে আরও কয়েকটি লঞ্চ।

এক লঞ্চের সারেং রিপন মিয়া বলেন, ‘বৃষ্টি আর বাতাসের তোড়ে পন্টুনের সঙ্গে লঞ্চের আঘাত লাগে। তাই অনেকে নদীর পার ঘেঁষে লঞ্চ বেঁধে রেখেছেন। এই পরিস্থিতিতে কোথাও যেতে পারছি না। পন্টুনে বসে অলস সময় কাটাচ্ছি।’ 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আরিচা শাখার ব্যবস্থাপক মো. মামুনুর রশীদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল। প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে ১৪ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টা থেকে এই নৌপথে লঞ্চ, স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

তিনি আরও বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পাটুরিয়া ঘাট শাখার এজিএম মো. সালাম হোসেন বলেন, এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়া পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলছে ফেরি। এ পথে ১৮টি ফেরি চলাচল করছে।

মানিকগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ যুবক নিহত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি