হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হঠাৎ শিক্ষা সফরের বাসে আগুন, রক্ষা পেলেন শিক্ষার্থীরা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের শিক্ষা সফরের একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে দ্রুত নেমে পড়ায় প্রাণে রক্ষা পান শিক্ষার্থীরা। তবে গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। 

আজ সোমবার সকালে মানিকগঞ্জের বাসস্ট্যান্ড পৌর সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাবেদপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ‘সেলফি’ নামের একটি বাসে কুষ্টিয়ার রবিঠাকুরের কুঠিবাড়ী, লালনশাহ সেতুসহ বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাসটির পেছনের অংশে জেনারেটর ও সাউন্ড বক্স রাখা ছিল। পথে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পৌর মার্কেটর সামনে থেকে আরও কিছু শিক্ষার্থীকে নেওয়ার জন্য গাড়িটি থামে। এ সময় হঠাৎ জেনারেটরের পাশ থেকে আগুন জ্বলে ওঠে। তখন শিক্ষার্থীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুর রহমান অঞ্জন বলেন, ‘বাসে আগুনের ঘটনা ঘটলেও আমাদের কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।’ 

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, ‘আগুনের সূত্রপাত তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। তদন্তসাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।’

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা