হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সনদপত্রের চেয়েও গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা জানো: জাফর ইকবাল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, ‘মানুষ হতে হলে প্রচুর পড়াশোনার পাশাপাশি থাকতে হবে কল্পনা শক্তি। একমাত্র মানুষই কল্পনা করতে পারে। অন্য কোনো প্রাণীর কল্পনা শক্তি নেই। বানরকে যদি বলা হয়—তোমার কলাটা আমাকে দাও, আমি তোমার জন্য দোয়া করি তুমি পরকালে বেহেশতে যাবে। বানর সে কথা বুঝবে না, শুনবে না। কারণ তার চিন্তাশক্তি ও কল্পনাশক্তি নেই, যেটা মানুষের আছে। আর কল্পনা ও চিন্তা শক্তি বৃদ্ধি করতে হলে বই পড়ার বিকল্প কিছু নেই।’ 

আজ রোববার বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশনের শত বছর পূর্তিতে ‘শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ সময় ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সনদপত্রের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তুমি কী জানো এবং কতটা জানো। তোমরা তো লেখাপড়া শিখেছ। তাই তোমরা সেটা বুঝবে। বইয়ের লেখাগুলো প্রথমেই তোমাদের চোখে ঢুকবে। তারপর নার্ভ দিয়ে মস্তিষ্কে ঢুকে অ্যানালাইসিস করে তোমাদের বিষয়টা বোঝাবে। আর এ জন্যই চিন্তা করতে হয় এবং কল্পনা করে বুঝতে হয়।’ 

শতবর্ষে ‘তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউশন ও শিক্ষা ভাবনা’ শীর্ষক আলোচনা ও স্মৃতিচারণ মূলক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. নিরঞ্জন অধিকারী, নাট্যকার ও গবেষক ড. রতন সিদ্দিকী প্রমুখ। 

উদ্‌যাপন কমিটির আহ্বায়ক কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আইন কমিশনের সচিব মো. আতাউর রহমান, অতিরিক্ত সচিব এ কে এম নুরুন্নবী কবির, প্রধান শিক্ষক শামসুন নাহার, কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির নেতা মো. রফিকুল ইসলাম মৃধা, ঘিওর থানার ওসি তদন্ত মো. জাকির হোসেন প্রমুখ। 

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু