হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঁধ কেটে শিশু চুরি করে হাজার টাকায় বিক্রি, নারীসহ গ্রেপ্তার ২ 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় আবু বক্কর নামে আড়াই মাসের শিশুকে ঘরের সিঁধ কেটে অপহরণ করেন ঝন্টু ও সজল মিয়া নামের দুজন। এরপর মানিকগঞ্জের দৌলতপুর এলাকার খলিসা ডাইরা গ্রামের তাসলিমা বেগমের কাছে ১ হাজার টাকায় বিক্রি করেন তারা। পরে দুজনকে আটক করে পুলিশ তুলে দিয়েছে স্থানীয়রা। 

আজ রোববার ভোরে উপজেলার বরাইদ ইউনিয়নের ছনকা মাকারপোল গ্রামে এ ঘটনা ঘটেছে। 

উদ্ধার হওয়া শিশুটির আবু বক্করের বাবা আরিফ হোসেন বলেন, ‘রোববার ভোর রাতে ঘুম থেকে জেগে দেখি ঘরের দরজা খোলা। বাতি জ্বালিয়ে দেখি ঘরের ভেতর বড় ধরনের সিঁধ কাটা হয়েছে। পরে স্ত্রী জেসমিনকে ডাকতে গেলে দেখি বিছানায় আমাদের সন্তান আবু বক্কর নেই। পরে প্রতিবেশীদের ডাকাডাকি করে ঘুম থেকে উঠিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়।’

স্থানীয়রা বলছে, ঝন্টু ও সজল দুজনই মাদকাসক্ত। এরা নেশার টাকা জোগাড় করার জন্য ওই শিশুটিকে ঘরের সিঁধ কেটে অপহরণ করে ১ হাজার টাকায় তাসলিমার কাছে বিক্রি করে দেয়। ঘটনাটি এলাকার মসজিদে মাইকিং করার পর শিশুসহ সজল ও তাসলিমাকে করে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সজল ও তাসলিমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ সময় আরেক অভিযুক্ত ঝন্টু মিয়া পালিয়ে যায়। 

এ ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, ‘শিশুটিকে চুরি করে ১ হাজার টাকায় বিক্রি করা হয়েছিল। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝন্টু নামে এক আসামি পালিয়েছে, তাকে ধরতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।’ 

এ দিকে শিশু অপহরণের ঘটনায় মানিকগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে