হোম > সারা দেশ > মানিকগঞ্জ

প্রায় ১১ ঘণ্টা পর দুই নৌপথে ফেরি চলাচল শুরু

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

ফাইল ছবি

ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।

আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে ফেরি চলাচলের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম নাসির আহম্মেদ বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর আজ সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে এবং পৌনে ১০টার দিকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল শুরু হয়। ঘাটে আটকে পড়া যানবাহনগুলোকে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে পার করা হচ্ছে।

এর আগে ঘন কুয়াশার কারণে নৌপথের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১২টা থেকে এই পথে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। সে সময় ‘টাইগার’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’সহ তিনটি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে।

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে