হোম > সারা দেশ > মানিকগঞ্জ

গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি নারী ওলোরা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

কাঠমান্ডুতে আয়োজিত গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন বাংলাদেশি নারী ব্যারিস্টার ওলোরা আফরিন। গত রোববার নেপালের উপরাষ্ট্রপতি নন্দ বাহাদুর পুঁনে তাঁর হাতে অ্যাওয়ার্ডের স্বীকৃতিস্বরূপ একটি ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট তুলে দেন। মেধাস্বত্ব ও নারী উন্নয়নে অবদান রাখায় তাঁকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। 

ব্যারিস্টার ওলোরা আফরিনের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের গোলাইডাঙ্গা গ্রামে। তিনি লিংকনস ইন থেকে কল টু দ্য বার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যাক্স ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি পিএইচডি করছেন। 

জানা যায়, ব্যারিস্টার ওলোরা আফরিন ওমেন ইন আইপি বাংলাদেশ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনটি বাংলাদেশের ৬৪টি জেলায় নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করে। ওমেন ইন আইপি সংগঠনটি বিনা মূল্যে ব্যবসায়ীদের সহযোগিতা, প্রশিক্ষণ ও আইনি সহায়তা দিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছে। 

‘কপিরাইট’ কাজের জন্য অন্যতম ওলোরা। তিনি অ্যাক্রেডিটেড মেডিয়েটর এবং কপিরাইট সমিতির (এলসিএসসিএফ) সেক্রেটারি জেনারেল। এ ছাড়া মেধাস্বত্বে জড়িত লেখক, ডিজাইনার, স্থপতি, ফার্মাসিস্ট, চিত্রশিল্পীদের নিয়েও কাজ করেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ ওলোরা আফরিন এর আগে দুবাইয়ে অনুষ্ঠিত লেক্স টক থেকে ‘আইপি ফ্যালকন’ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

প্রসঙ্গত, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট সংস্থাটি ২০১৪ সালে নেপালে যাত্রা শুরু করে। বিশ্বের অন্যতম এই সংস্থা বর্তমানে ৮০টি দেশে কাজ করছে। গ্লোবাল ইয়ুথ পার্লামেন্ট মূলত উদ্যোক্তাদের উন্নয়ন, নতুন সুযোগ তৈরি করা, গণতন্ত্র শক্তিশালী করা নিয়ে কাজ করছে। কাজের মাধ্যমে পুরো বিশ্বে একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করাই মূল লক্ষ্য। 

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা