হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জে পিকআপ খাদে পড়ে শ্রমিক নিহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ খাদে পড়ে মো. হৃদয় (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা আরও চারজন শ্রমিক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সায়েস্তা ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত হৃদয় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের আব্দুল করিমের ছেলে। আহত চার শ্রমিক হলেন আশরাফুল (৩৪), আছির উদ্দিন (৩০), লিমন (২১) ও বিপ্লব (২০)। 

পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে পিকআপ নিয়ে টিউবওয়েল নির্মাণশ্রমিকেরা মালামালসহ শায়েস্তার দিকে যাচ্ছিলেন। পিকআপটি তালতলা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মো. হৃদয় নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ছাড়া পিকআপে থাকা আরও চারজন শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। 

সিঙ্গাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু