মানিকগঞ্জের ঘিওরে গলায় খাবার আটকে লাজিম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালে জানাজা শেষে শিশুটির মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা গ্রাম এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি জাবরা গ্রামের বাসিন্দা ও বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তৌহিদুল ইসলাম তুহিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাবা-মা শিশু লাজিমকে খাবার খাওয়াচ্ছিলেন। এ সময় শিশুর গলায় খাবার আটকে যায়। বাড়ির লোকজন গলায় আটকে থাকা খাবার বের করার চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান এস আর আনসারি বিল্টু গলায় খাবার আটকে শিশুটির মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।