হোম > সারা দেশ > মানিকগঞ্জ

মানিকগঞ্জের ইউনাইটেড হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় ইউনাইটেড হাসপাতাল নামের একটি প্রাইভেট ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বাসস্ট্যান্ড পৌর মার্কেটের সামনে আইমনি শপিং কমপ্লেক্সের দোতলায় ফার্মেসির দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা সদর থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় নারী–শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অপারেশনের রোগীরা শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন ২৫০ শয্যা জেলার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ।

মানিকগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম রাত সাড়ে ১১টার দিকে দ্রুত ঘটনাস্থলে আসে। পরে সদর থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে নিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, হাসপাতালের ভেতরের বিভিন্ন ওয়ার্ডে অপারেশনের আটজন রোগী ভর্তি ছিলেন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতাল ও স্থানীয় জমজম নামের প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

মানিকগঞ্জের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরেক সিনিয়র অফিসার আব্দুস শহীদ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি আগুন এবং ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে গেছে। হাসপাতালের ভেতরে রোগীরা আগুন থেকে রক্ষা পেতে চিৎকার করছেন। পরে আগুন নির্বাপণ ও বিএসএফ পরে ভেতরে আটকে পড়া আট রোগীকে উদ্ধার করি।’ আগুনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাসপাতালের ভেতর ফার্মেসির শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আবু রায়হান রাজা বলেন, ‘আমাদের হাসপাতালে মোট আটজন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে ছয়জন সিজারের রোগী, একজন অ্যাপেনডিসাইড ও অন্য একজন রোগী ছিলেন। তাঁরা ভালো আছেন। সবাইকে আমরা নামাতে পেরেছি।’ আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ–সম্পর্কে কিছু বলতে পারেননি।

মানিকগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। এসে পুলিশ, স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আগুনের সূত্রপাত বিষয়ে কথা বলেছি। আমি ভেতরে গিয়ে দোতলা, তিনতলা ভালো করে দেখে এসেছি। অপারেশন রুমসহ প্রতিটি রুম, প্রতিটি স্থানে সার্স করেছি। ভেতরে কোনো রোগী আটকে নেই। ফার্মেসিসহ বেশ কয়েকটি কেবিন পুড়ে গেছে। আটজন রোগীর মধ্যে ছয়জন সদর হাসপাতালে, একজন ইসলামী ব্যাংক হাসপাতালে ও আরেকজন জমজম হাসপাতালে ভর্তি আছেন।’ তিনি আরও বলেন, ‘ধোঁয়ায় নারী রোগী ও নবজাতক শিশুরা কিছু আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একাধিকবার ভেতরে পরিদর্শন করা হয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

মানিকগঞ্জের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বলেন, আমাদের এখানে ছয়জন অপারেশনের রোগী ভর্তি করা হয়েছে। তাঁদের বড় কোনো ইনজুরি নেই। তবে আগুনের ধোঁয়ায় কিছুটা আহত হয়েছেন। দু–এক দিন চিকিৎসা নিলে ঠিক হয়ে যাবেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু