হোম > সারা দেশ > মানিকগঞ্জ

টাকার বিনিময়ে করোনা টিকা দেওয়ার অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে দুই'শ টাকার বিনিময় শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দাবি পরিবহন ও খাবার বাবদ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে নেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। 

জানা গেছে, ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের টিকা মানিকগঞ্জের সিঙ্গাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকার রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। তবে টিকা রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০০ টাকা। সিঙ্গাইর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৮৪৫ জন শিক্ষার্থী রয়েছে। 

উল্লেখ্য, ১২ বছরের ঊর্ধ্ব বয়সী শিক্ষার্থীদের বিনা মূল্যে করোনা ভাইরাসের টিকা দিচ্ছে সরকার। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীরা জানায়, 'টিকা দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২ 'শ টাকা করে নিচ্ছেন শিক্ষকেরা। বিষয়টি জানাজানি হলে শিক্ষকেরা টাকা নেওয়া বন্ধ করে দেন। এ ছাড়া যেসব শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের টাকা ফেরত নিতে এলাকায় মাইকিং করা হয়েছে।' 

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, 'মানিকগঞ্জ সদর হাসপাতালে গিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে টিকা দিতে হবে। তাই শিক্ষার্থীদের কাছ থেকে গাড়ি ভাড়া ও খাবার বাবদ দুই শত টাকা নেওয়া হয়েছিল। তবে আগামী কালের মধ্যে প্রত্যেক শিক্ষার্থীদের টাকা ফেরত দেওয়া হবে।' 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বলেন, 'বিষয়টি জানার পর প্রধান শিক্ষককে টাকা ফেরত দিতে বলা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে শিক্ষার্থীরা টাকা ফেরত পেয়ে যাবে।' 

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে

মানিকগঞ্জে বাউলভক্তদের ওপর হামলার ঘটনায় মামলা