হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ঈদযাত্রায় পাটুরিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ কম, যানবাহনের অপেক্ষায় ফেরি

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

পদ্মা সেতু চালুর পর থেকে পাল্টে গেছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটের চিত্র। এক সময় ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকতে হয়েছে। সারি সারি যানবাহন পারাপারের অপেক্ষায় থেকেছে। ঈদের বাকি ৩ দিন অথচ যাত্রীর চাপ নেই। যানবাহনের জন্য অপেক্ষা করচে ফেরি। 

সরেজমিনে পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, ৪ নম্বর ফেরি ঘাটে দীর্ঘ সময় যানবাহনের অপেক্ষায় বসে থেকে ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাট ছাড়ে। এরপরেই যানবাহনের জন্য অপেক্ষায় ফেরি শাহ আলী। 
এর আগে ৩ নম্বর ফেরিঘাটে হাসনা হেনা নামে ফেরি দীর্ঘ সময় যানবাহনের অপেক্ষায় থেকে ফেরি পূর্ণ করে। 

জানা গেছে, যাত্রী পরিবহনের জন্য পাটুরিয়া থেকে দৌলতদিয়া ৩০টি লঞ্চ, আরিচা থেকে কাজীরহাট নৌপথে ১৩টি লঞ্চ এবং আরিচা থেকে কাজীরহাট নৌপথে ৪১টি স্পিডবোট চলাচল করছে। 

স্টাফদের সেলারি দেওয়া নিয়ে চিন্তায় আছি জানিয়ে যাত্রী কালেকশন ম্যানেজার বাদল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে যে অবস্থা স্টাফদের সেলারির টাকাও উঠবে না। কিছুক্ষণ আগে ১ ঘণ্টা সময় লেগেছে একটি ফেরি পূর্ণ হতে। এখন আশায় আছি গার্মেন্টস ছুটি হলে যাত্রী বাড়বে।’ 
 
যাত্রী কম লঞ্চে: 
এদিকে একসময় ঘাটে কোনো লঞ্চ থাকত না। অথচ ১০-১২টা লঞ্চ ঘাটে নোঙর করা হয়েছে। যাত্রী নেই বললেই চলে। 

মেসার্স রুমা এন্টারপ্রাইজ নামে লঞ্চের জুনিয়র স্টাফ সুমন ব্যাপারী বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার আগে ১৫ মিনিটে ১২০০-১৩০০ যাত্রী হতো আর এখন ১০০ যাত্রী ও হয় না। লঞ্চ বসেই আছে।’ 

ঘাট সুপার ভাইজার পান্না লাল নন্দী বলেন, ‘লঞ্চে যাত্রী নেই বললেই চলে। ঈদ ঈদ মনে হয় না।’ 
 
বিআইডব্লিউটিসি পাটুরিয়া এর এজিএম আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার ১৩টি ফেরি প্রস্তুত রয়েছে। তবে ফেরি অনেক সময় যানবাহনের জন্য বসে থাকে। ঈদের সময় অথচ যানবাহন কনেক কম। কোনো ভোগান্তি নেই।’ 

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদে মানিকগঞ্জের পাটুরিয়া এবং আরিচা নৌপথ দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার লাখ লাখ মানুষ নদী পার হয়ে বাড়ি ফেরে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চারটি ঘাট এবং আরিচা কাজীরহাট নৌপথে দুটি ঘাট প্রস্তুত রয়েছে।’

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আলেম-ওলামাদের গ্রেপ্তার করলে ডিসি-এসপিদের খোলা মাঠে বিচার করা হবে— হেফাজত নেতার হুমকি

কালীগঙ্গায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

অভিযোগের পাহাড় ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে নিচের অংশ

একটি গুপ্ত গ্রুপ ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: আফরোজা খানম

মানিকগঞ্জে ৮২ জাতের ধান চাষে গবেষণা, প্রত্যন্ত গ্রামে নিরাপদ কৃষির নতুন স্বপ্ন

সিংগাইরে নিখোঁজ ব্যক্তির মাথা থেঁতলানো লাশ মিলল রাস্তার পাশে