হোম > সারা দেশ > মানিকগঞ্জ

হরিরামপুরে হাজারী গুড় তৈরির কারিগরদের সঙ্গে ঢাকা বিভাগীয় কমিশনারের সভা

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে হাজারী গুড় উৎপাদনে জড়িত গাছিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। 

‘শ্যামল নির্মল ঐতিহ্য মানিকগঞ্জ’ এই প্রতিপাদ্যে শুক্রবার দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে মিজান খন্দকার গাছির বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক রেহেনা আকতারের সভাপতিত্বে সভায় হাজারী গুড় তৈরির গাছিরা জানান, দিনে দিনে খেজুরগাছ বিলুপ্ত হওয়ায় খেজুরগাছ রোপণসহ সুদমুক্ত ঋণ চাই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম জানান, খেজুরগাছ বৃদ্ধিতে এ্ররই মধ্যে জেলা প্রশাসন থেকে উপজেলায় ৫ লাখ খেজুরগাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যেন এই খেজুরগাছ রোপণ করা হয়, তারও প্রক্রিয়া করা যেতে পারে। বর্তমান যে গাছগুলো আছে, সেগুলোর যত্ন নিতে হবে। প্রয়োজনে কৃষি অফিস থেকে মাটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। 

উপজেলা পর্যায়ে সরকারের কৃষিঋণের ব্যবস্থা আছে। কৃষি অফিসের মাধ্যমে কৃষক যেন সঠিকভাবে ঋণ পান, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিভাগীয় কমিশনার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লাবনী আক্তার, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান উপস্থিত ছিলেন।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু