হোম > সারা দেশ > মানিকগঞ্জ

ভাবিকে হত্যা, আদালতে দেবরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  

রাকিব। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি কাঁঠালের জন্য ভাবি শোভা বেগমকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত দেবর রাকিব (২৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২২ জুন) দুপুরে তাঁকে মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির করা হলে বিচারক রাহুল দে ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই পরিদর্শক সুখেন্দু বসু বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় রাকিবের অবস্থান শনাক্ত করে তাঁকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডটি ঘটে গত শুক্রবার সকালে উপজেলার নালী ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়। নিহত শোভা বেগম ওই এলাকার সালাম মিয়ার স্ত্রী। তাঁদের বাড়ির পাশে দুটি কাঁঠালগাছ ছিল। কয়েক মাস আগে দেবর রাকিব তাঁর অংশের গাছটি কেটে ফেলেন।

শুক্রবার সকালে শোভা অপর গাছ থেকে কাঁঠাল নিয়েছিলেন। এ সময় রাকিব এসে ওই গাছ নিজের মালিকানা দাবি করেন। একপর্যায়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। পরে রাকিব ঘরে গিয়ে ধারালো ছুরি এনে শোভাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপরই রাকিব পালিয়ে যান।

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

‘নিরাপত্তার আশ্বাসে’ গৃহবধূকে ধর্ষণ, মানিকগঞ্জ হাসপাতালে ২ আনসার আটক

মানিকগঞ্জের ডেলটা হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

মানিকগঞ্জের ৩ আসন: বিএনপির ঘাঁটিতে ভাগ বসাতে চায় জামায়াত

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

৪২ দিন আগে মিশনে গিয়ে সুদানে ড্রোন হামলায় আহত মানিকগঞ্জের চুমকি

ঘিওরে সারবোঝাই ট্রাক উল্টে পড়ল নদীতে, ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি

অটোরিকশা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু