হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ট্রাক খাদে পড়ে নিহত ৬

প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়।

এ ঘটনায় নিহতেরা হলেন, টোল প্লাজার স্টাফ নির্মল (২৬), মাইনুল ইসলাস সোহান (২৫), পুলক (২২) এবং ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (৩০), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (৩৫)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে একটি ট্রাক বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক ঢাকা যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরের আড়িয়াল খা নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ২ জন নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজার স্টাফ আনিস বলেন, ট্রাকটি টোল প্লাজায় কর্মরত আমাদের স্টাফদের ওপর দিয়ে উঠিয়ে দিয়েছে। ট্রাকে চাকায় পিষ্ট হয়ে আমাদের ৩ জন স্টাফ ভাঙা ও ফরিদপুর হাসপাতালে মারা গেছেন। 

শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার কর্মরতদের ওপর দিয়ে উঠিয়ে দিয়েছে। এতে টোল প্লাজার ৩ স্টাফসহ ৬ জন মারা যাওয়ার খবর পেয়েছি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ