হোম > সারা দেশ > মাদারীপুর

পাওনা টাকা চাওয়ায় হামলা চালিয়ে ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের পুরান বাজারে দোকানে ঢুকে হামলা চালিয়ে এক ব্যবসায়ীর সাড়ে ৬ লাখ টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সন্ধ্যার পর শহরের পুরান বাজার এলাকায় ডালিয়া টেলিকমে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মাদারীপুর সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুরান বাজার এলাকার মুরগি ব্যবসায়ী শহিদুল লস্করের কাছে ১ লাখ ১৫ হাজার টাকা পেতেন ডালিয়া টেলিকমের মালিক ইদ্দিস সরদার। গতকাল সোমবার সকালে ডালিয়া টেলিকমের মালিক ইদ্দিস সরদার শহিদুলের দোকানে গিয়ে তাঁর পাওনা টাকা চান। শহিদুল টাকা না দিলে ইদ্দিস সরদারের সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে পুরান বাজার ব্যবসায়ী সমিতির নেতারা বিষয়টি মীমাংসার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়ে ঈদের পরে সময় নির্ধারণ করে দেন। কিন্তু শহিদুল বাজার কমিটির সিদ্ধান্ত না মেনে তাঁর ছেলে সাগর লস্করসহ কয়েকজনকে নিয়ে সন্ধ্যার পরে ইদ্দিস সরদারের দোকান ডালিয়া টেলিকমে অতর্কিত হামলা চালান। এ সময় দোকানের ক্যাশবাক্স থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন হামলাকারীরা। হামলাকারীদের বাধা দিতে গেলে ইদ্দিস সরদারের ভাতিজা সিয়াম সরদারকে পিটিয়ে আহত করা হয়। 

ইদ্দিস সরদারের ভাতিজা সিয়াম সরদার বলেন, ‘শহিদুল ও তাঁর ছেলে সাগরসহ তিনজন এসে দোকানে অতর্কিত হামলা চালায়। আমাকে আঘাত করে ও দোকানে থেকে সাড়ে ৬ লাখ টাকা নিয়ে যায়।’ 

এ বিষয়ে ডালিয়া টেলিকমের মালিক ইদ্দিস সরদার বলেন, ‘আমি শহিদুলের কাছে ১ লাখ ১৫ হাজার টাকা পাই। টাকা চাইতে গিয়ে উল্টো ক্ষতি হয়ে গেল আমার। শহিদুল তাঁর ছেলে ও লোকজন নিয়ে আমার দোকানে হামলা চালায়। দোকানে থাকা সাড়ে ৬ লাখ টাকাও ছিনতাই করে নেয়। আমি এ ঘটনার বিচার চাই। থানায় অভিযোগ দিয়েছি। তবে এখনো মামলা হয়নি।’

অভিযুক্ত ব্যবসায়ী শহিদুল লস্করের সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, তাও খতিয়ে দেখা হবে।’ 

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে