হোম > সারা দেশ > মাদারীপুর

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মাদারীপুরের কালকিনিতে জাকির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যবসায়ী একই গ্রামের হামেদ খান হাটে তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে কালকিনি থানা-পুলিশ। 

নিহত জাকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত জাকির হোসেন উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিণ জজিরা গ্রামের আব্দুল খালেক হাওলাদারের ছেলে। 

এলাকাবাসী, পুলিশ ও নিহতের পরিবার বলছে, নিহত ব্যবসায়ী জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ রমজানপুরের হামেদ খান হাটে ওয়ার্কশপ ও হার্ডওয়্যারের দোকানের ব্যবসা পরিচালনা করে আসছেন। তাঁর ব্যবসায়ী কাজে টাকার প্রয়োজন হওয়ায় বেশ কিছু পরিচিত লোকজন ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নেন। তিনি তাঁর ঋণ করা টাকার কিস্তি ও পাওনাদারদের টাকা পরিশোধ করতে না পারায় ভোররাতে তাঁর ওয়ার্কশপের দোকানের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা-পুলিকে খবর দেয়। খবর পেয়ে কালকিনি থানার কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

নিহতের ভাইসহ ও স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় জাকির হোসেন ব্যবসায়ী আত্মহত্যা করেছে। 

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে