হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরের বাংলাবাজার ঘাটে উপচে পড়া ভিড়

প্রতিনিধি, (শিবচর) মাদারীপুর

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এরই মধ্যে সোমবার থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে নিষেধাজ্ঞা শুরুর আগের দিনই রোববার ঢাকা ছাড়তে শুরু করেছে দক্ষিনাঞ্চলের হাজার মানুষ।

রোববার শিবচরের বাংলাবাজার ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অন্যদিকে, যারা ঢাকায় থাকেন তারা ছুটছে ঢাকার দিকে। আবারো লকডাউনে সবকিছু বন্ধ হয়ে যাবে এমন ধারণা থেকে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতেও ফিরছেন অসংখ্য মানুষ। উভয়মুখী যাত্রীর কারণে ঘাট এলাকায় রয়েছে উপচে পড়া ভিড়। নেই কোন স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

সরেজমিনে শিবচরের বাংলাবাজার ঘাটে গিয়ে দেখা গেছে লঞ্চ, স্পিডবোট, ফেরি এবং ঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার দূরপাল্লার বাস কাউন্টারে রয়েছে শত শত যাত্রীদের উপচে পড়া ভিড়।

ফলে লঞ্চ ও স্পিডবোটে বাড়তি ভাড়া নেবার অভিযোগও করছে কাউন্টারের লোকেরা। অন্যদিকে, জেলার বাস কাউন্টারে টিকিট নিতে যাত্রীদের লম্বা লাইন রয়েছে।

বরিশালগামী যাত্রী আমিনুর রহমান সাথে কথা হলে তিনি জানান, আসলে লকডাউনের জন্য না। পরিবার নিয়ে এমনিতেই বাড়ি যাচ্ছি। পরিবহন, লঞ্চে আজ যাত্রীদের অনেক ভিড়।

গোপালগঞ্জগামী যাত্রী শাহনাজ আক্তার বলেন, সোমবার থেকে লকডাউন শুরু হচ্ছে। তাই বাড়ি চলে যাচ্ছি।

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, সোমবার থেকে লকডাউন ঘোষণার খবরে রোববার সকাল থেকেই বাংলাবাজার ঘাটে বাড়ি ফেরা মানুষের চাপ দেখা দিয়েছে। এছাড়াও ঢাকাগামী যাত্রীদেরও ভিড় রয়েছে প্রচুর।

বিআইডব্লিউটিসি'র লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ঘাটে সকাল থেকে চাপ রয়েছে। স্বাস্থ্যবিধি মানতে সকলকে সচেতন করা হচ্ছে।

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ