হোম > সারা দেশ > মাদারীপুর

শিবচরে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুর জেলার শিবচরে ঋণ খেলাপির দায়ে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার বিকেলে যাচাই-বাছাইয়ের শেষ দিনে তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, উপজেলার উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবদুস সালাম মোড়ল, একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য মো. ওয়াদুত মৃধা ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য সুমিত্রা দে। অন্যদিকে সন্ন্যাসীরচর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মো. দেলোয়ার হোসেন, একই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য নার্গিস আক্তার ও ভদ্রাসন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পলি রানী ঘোষের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, ‘ঋণ খেলাপির দায়ে তাঁদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে তাঁরা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৭ ডিসেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর ভদ্রাসন, সন্ন্যাসীরচর ও উমেদপুর ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’ 

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের