হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে মাইক্রোবাস উল্টে যুবক নিহত, আহত ৫

মাদারীপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস উল্টে জগৎ মৃধা (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার পান্থপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

নিহত জগৎ মৃধা বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চাউলটুরী এলাকার মৃত কিরণ মৃধার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বরিশাল থেকে ছয়জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকার উদ্দেশে রওনা হয়। মাদারীপুরের ডাসার উপজেলার পান্থপাড়া এলাকায় গেলে গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তাতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী জগৎ মৃধা নিহত হন।

আহত পাঁচ যাত্রী হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার জিয়াউল হক, ব্রাহ্মণবাড়িয়ার সোহাগপুর এলাকার রিয়াদ হোসেন, একই এলাকার পারভেজ খান, আমির হক ও চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার কবির হোসেন। তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। আরও পাঁছজন আহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজৈরে ‘শয়তানের নিশ্বাস’ দিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

মাদারীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই নারীসহ নিহত ৩

মাদারীপুরে স্কুলশিক্ষককে হাতুড়িপেটা

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রকল্প: তাঁতপল্লির জমিতে তরমুজ চাষ

ঘন কুয়াশায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাদারীপুরে ঘরে ঢুকে যুবককে গলা কেটে হত্যা, আটক ১

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে