হোম > সারা দেশ > মাদারীপুর

বাবার ভ্যানে স্কুলে যাওয়ার সময় প্রাণ গেল শিক্ষার্থীর

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের পৌর শহরের চৌরাস্তা এলাকায় বাবার ভ্যানে স্কুলে যাচ্ছিল আয়েশা আক্তার। এ সময় পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান উল্টে গিয়ে আয়েশা গুরুতর আহত হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের মেয়ে। সে চৌরাস্তা এলাকায় জাগরণী ফাউন্ডেশন নামে একটি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এ বিষয়ে নিহতের বাবা জাহাঙ্গীর মাতুব্বর বলেন, ‘আমার ভ্যানে মেয়েকে স্কুলে পৌঁছে দেওয়ার পথে চৌরাস্তা এলাকায় পেছন থেকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে আয়েশা গুরুতর জখম হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মাইক্রোবাসটি বেপরোয়াভাবে চালনোর কারণে আমার মেয়েটা মারা গেল। তবে মুহূর্তের মধ্যেই মাইক্রোবাসটি পালিয়ে যায়। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। যদি তারা অভিযোগ দেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে মাইক্রোবাসটি শনাক্ত করা যায়নি।’

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের