মাদারীপুরে এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে মুখোশ পরা ডাকাত দল সবাইকে জিম্মি করে। পরে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ, ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত ২টার দিকে সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশ পরা ডাকাতদল ঘরে প্রবেশ করে। এ সময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। একপর্যায়ে বাড়ির সবার হাত পা বেঁধে ফেলে। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সদর মডেল থানা–পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।