হোম > সারা দেশ > মাদারীপুর

তাল হারিয়ে ফেলেছে বিএনপি: শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মাদারীপুর–২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে কার্যক্রম চালাচ্ছে, লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তাই আজকে বিএনপি তাল হারিয়ে ফেলেছে। 

আজ শুক্রবার সকালে মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাজাহান খান এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বিএনপি চিন্তা করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দেবে, নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম করবে। বাংলাদেশের জনগণ এ ব্যাপারে অনেক সতর্ক ও সচেতন। ইতিমধ্যে পথ হারিয়েছে বিএনপি। তাই তাদের নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছি।’

শাজাহান খান আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকাণ্ড যেভাবে করে যাচ্ছেন, এটা উন্নয়নের রোলমডেলই নয়। এটা উন্নয়নের স্বর্ণমডেল। দ্রততার সঙ্গে এত উন্নয়ন একটা দেশ করতে পারে, তার অনন্য উদাহরণ শেখ হাসিনা। 

তিনি আরও বলেন, আইএমএফ একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে উল্লেখ করেছে চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভালো। বর্তমানে দেশের জিডিপি ৬ শতাংশ যা ২০২৮ সালে ৭ শতাংশে উন্নীত হবে। এটা আইএমএফ-এর ভবিষ্যৎ বাণী। শেখ হাসিনা টাকা গিলে খান না। বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না। 

শাজাহান খান আরও বলেন, খালেদা জিয়ার বয়স অনেক। এই বয়সে মানুষ অসুস্থ হতেই পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও গুরুত্ব দেবেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নেবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস প্রমুখ।

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ

হঠাৎ ঘন কুয়াশায় মাদারীপুর অন্ধকারে

তারেক রহমানের সংবর্ধনা: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ

শাজাহান খানের বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেওয়া যুবদল নেতার পদ স্থগিত

১ বছর ধরে নষ্ট ২৫০ সিসিটিভি ক্যামেরা

হাদি হত্যার বিচারের দাবিতে মাদারীপুরে মহাসড়ক অবরোধ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

মাদারীপুরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ, পুলিশ দেখে পালাল আওয়ামী লীগ নেতা-কর্মীরা

রাজৈরে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মশাল মিছিল, অবরোধ কামাল সমর্থকদের